লকডাউন চাঁপাইনবাবগঞ্জে আজ করোনা শনাক্ত ২০ জন - জাহান বাংলা ২৪

0
আজ ১০ জুলাই চাঁপাইনবাবগঞ্জের করোনা শনাক্ত সংখ্যা


করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হওয়া চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশ বেশ কয়েক দিন থেকে কঠোর লকডাউন চলমান আছে। সারাদেশ করোনা শনাক্ত সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছিল তা সামাল দিনে সারাদেশে ১ সপ্তাহে কঠোর লকডাউন জারি করা হয়েছে পর আর ১ সপ্তাহে বাড়ানো হয়েছে। 

গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউন দেন পরে তা বাড়িয়ে ১৪ জুলাই করা হয়েছে।

আজ কঠোর লকডাউনের দশম দিন বা ১০ দিন চলছে। এই দশম দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার করোনা শনাক্ত সংখ্যা কেমন হয়েছে তা জানবো।

আজ শনিবার (১০ জুলাই) করোনা শনাক্ত হয়েছে ২০ জন। গত কাল শনাক্তের সংখ্যা ছিল ২৯ জন। আজ করোনাই মৃত্যু বরণ করেন নি। আজকে কোন করোনা রোগী সুস্থ হয়নি।

গতকাল করোনা রোগী সুস্থ সংখ্যা ১৮২ জন এবঙ মৃত্যু বরণ করেন ১ জন। আজ গত দিনের থেকে কিছু উন্নতি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সর্বমোট করোনায় আক্রান্ত সংখ্যা ৪৪৫০জন এবং মৃত্যুর সংখ্যা ১২১ জন্য এবং করোনা রোগী সুস্থ হয়েছেন ৩৬৫৫ জন্য এবং চিকিৎসাধীন অবস্থায় আছে ৬৭৪ জন।

আজ চাঁপাইনবাবগঞ্জ সদরে করোনা শনাক্ত হয়েছে ১২ জন এবং শিবগঞ্জ ৪ জন, গোমস্তাপুরে ৪ জন মোট ২০ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় নমুনা পরীক্ষা করেন ১৮৪ টি।

সূত্রঃ সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ।


*** ঘরে থাকুন, সুস্থ থাকুন ***

*** বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইট সংক্রান্ত কোন প্রকার অভিযোগ বা এমন কোন পোস্টা যা ভুয়া, খারপ ছবি বা লেখা, দেশ বিরুদ্ধে এবং আন্তর্জাতিক আইনভঙ্গকের থাকলে। সবার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর তা নিয়ে আলোচনা করেন। ধন্যবাদ। ***

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
Ads

buttons=(Accept !) days=(0)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top