আজ মহারাজপুর ইউনিয়নে “ভিটামিন - এ” ক্যাপসুল প্রদান করা হচ্ছে - জাহান বাংলা ২৪

0
আজ মহারাজপুর ইউনিয়নে “ভিটামিন - এ” ক্যাপসুল প্রদান করা হচ্ছে - জাহান বাংলা ২৪


আজ ৫ জুন শনিবার সকাল ১০ টা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাপুর ইউনিয়নে “ভিটামিন - এ ”ক্যাপসুল প্রদান করা হচ্ছে।ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হবে ১-৫ বছরের শিশুকে। 

“ভিটামিন-এ” ক্যাপসুল প্রদান করছেন মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া এলাকয় সরকারি কর্মকর্তা শিশুদের ক্যাপসুল খাওয়াচ্ছে। স্ব্যাস্থ বিধিনিষেধ মেনে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ভিটামিন-এ ক্যাপসুল সম্পর্কে জেনেনি, ভিটামিন -এ ক্যাপসুল শুধুমাত্র অপুষ্টিজনিত থেকেই শিশুদের রক্ষা করে না, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়রিয়া ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং গর্ভবর্তী মা সহ শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়।

তাই আমাদের শিশুকে ভিটামিন - এ ক্যাপসুল খাওয়ানো অনেক প্রয়োজন। আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান এবং সুস্থ থাকুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
Ads

buttons=(Accept !) days=(0)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top